বাসন্তী, ১৫ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন শাসক দলের এক কর্মী। গুলিবিদ্ধ ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম-শামিম সর্দার। এই ঘটনায় অভিযোগের তির আরএসপি-র দিকে। শুক্রবার রাতে বাসন্তীর ভরতগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন শামিম।
অভিযোগ, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি শামিমের গায়ে লাগে। এর পর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আরএসপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।