হাফলং (অসম), ১৫ জুলাই (হি.স.) : ২০২২-২৩ অর্থবছরে ডিমা হাসাও জেলায় ১১টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করেছে সরকার। আরও ২৯টি আদর্শ অঙ্গনওয়ারি কেন্দ্র নির্মাণের কাজ চলছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। আগামী দিনে আরও কয়েকটি নির্মাণ করবে সরকার।
ডিমা হাসাও জেলায় যে ২৯টি নতুন আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ চলছে এ নিয়ে রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা জেলা প্রশাসন এবং ঠিকাদারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকের পর মন্ত্রী নন্দিতা সাংবাদিকদের বলেন, শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার আদর্শ অঙ্গনওয়ারি কেন্দ্র তৈরি করছে।
তিনি বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপ। আদর্শ অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে শিশুদের পড়াশোনার পাশাপাশি অত্যাধুনিক চেয়ার-টেবিলের ব্যবস্থা, উন্নতমানের রান্নাঘর ও খাবার বিতরণ করা হবে বলে জানিয়ে মন্ত্রী গার্লোসা বলেন, পর্যালোচনা বৈঠকে অনেক ঠিকাদার নাকি তাঁকে জানিয়েছেন, ডিমা হাসাও জেলায় আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করার জন্য গ্রামপ্রধানরা জমি দিতে চাইছে না।
এ কথা শুনে ক্ষোভ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত জেলায় উন্নয়নমূলক কাজে কোনও বাধা নেই। এমন-কি উন্নয়নমূলক কাজে কেউ বাধার সৃষ্টি করতে পারে না বা জমি না দেওয়ার কথা কোনও আইনে লেখা নেই। মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, আসলে একটি চক্র মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে তৎপর হয়ে উঠেছে। বলা হচ্ছে, ষষ্ঠ তফশিলির ক্ষমতা খর্ব করে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ক্ষমতা হ্রাস করার চেষ্টা চলছে। তাছাড়া এখন পার্বত্য পরিষদ ছাড়া জেলাশাসকের কার্যালয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে।
মন্ত্রী বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের সব কাজই হয় জেলাশাসক কার্যালয়ের মাধ্যমে। তাছাড়া কেন্দ্রের কিছু প্রকল্পের কাজও হয় জেলাশাসক কার্যালয়ের মাধ্যমে এবং সমগ্র রাজ্যের জন্য তা একই নিয়ম। তার মানে এই নয়, ষষ্ঠ তফশিলির ক্ষমতা খর্ব হচ্ছে বা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতা হ্রাস করা হচ্ছে।
তাই, যারা এ ধরনের অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে তাদের এ-থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী নন্দিতা গার্লোসা।