কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার এক টুইটে তিনি দাবি করেন, রাজ্যজুড়ে ফের ভোট পরবর্তী হিংসার বর্বরতা শুরু হয়েছে। হাজার হাজার বিরোধী প্রার্থী, কর্মী এবং বিরোধী দলের সমর্থক এখন আশ্রয়হীন।
শুক্রবার সকালে এক টুইটে রাজ্যকে নিশানা করে বিরোধী দলনেতার বক্তব্য,”ফের বাংলাজুড়ে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। রাজ্যজুড়ে হাজার হাজার বিরোধী প্রার্থী, কর্মী এবং বিরোধী দলের সমর্থক এখন আশ্রয়হীন। অনেকেই প্রাণভয়ে বাড়িছাড়া।” উদাহরণ হিসাবে আমতার এক পঞ্চায়েত প্রার্থী সবংয়ের এক জেলা পরিষদ প্রার্থীর কথা উল্লেখ করেছেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ,”বিজেপি-সহঅন্যান্য বিরোধী দলের কর্মীদের স্রেফ পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার জন্য অত্যাচার করছে অথচ পুলিশ দেখেও দেখছে না।” শুভেন্দু জানিয়েছেন, বিজেপি রাজ্যজুড়ে বেশ কিছু ‘সেফ হোম’ তৈরি করেছে ভোট আক্রান্তদের জন্য।

