শিলং, ১৩ জুলাই (হি.স.) : ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)-এ খাসি ও গারো ভাষাকে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
আজ বৃহস্পতিবার এক চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা খাসি, গারো এবং অল্টারনেটিভ ইংরেজি ভাষাকে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট-এ অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানের হস্তক্ষেপ চেয়ে এনসিইটি কর্তৃপক্ষকে নির্দেশ দিতে অনুরোধ করেছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ন্যাশনাল টেস্ট এজেন্সি (এনটিএ)-র বিধিবদ্ধ নিয়মে মেঘালয়ের শিক্ষার্থীরা সেকশন-১ (৩৩)-এর ভাষা ২-এর ঐচ্ছিক ভাষাগুলির মধ্যে কোনওটিকে নিয়ে এনসিইটি-র পরীক্ষায় বসতে সক্ষম হবেন না। এতে ছাত্র, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্ৰী।
তাই কনরাড সাংমা খাসি, গারো এবং অল্টারনেটিভ ইংরেজিকে তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছেন যাতে শিক্ষার্থীরা এই বিকল্পগুলি ব্যবহার করতে পারেন এবং অধিকার ও সুযোগ থেকে তাঁরা বঞ্চিত না হন।
মুখ্যমন্ত্ৰী সাংমা চিঠিতে আরও লিখেছেন, বিষয়টি গুরুতর ও উদ্বেগের। কেননা, গত ২ জুন যে বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যাশনাল টেস্ট এজেন্সি দ্বারা পরিচালিত সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচি (ইন্টিগ্ৰেটেড টিচাৰ্স এডুকেশন প্ৰোগ্ৰাম) জারি করেছে, তা ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট-এর সাথে সম্পর্কিত। তাই বিকল্প হিসেবে সেকশন-১ ভাষার সঙ্গে অতিরিক্ত প্রশ্ন যোগ করা যেতে পারে, যা নিকট ভবিষ্যতে সমস্যার সমাধান করবে, আশা ব্যক্ত করেছেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ (এনসিটিই)-এর নিয়মাবলি মূল্যায়ন করে গত ৩০ জুন এবং ১০ জুলাই (২০২৩) রাজ্য শিক্ষা দফতরের কাছ থেকে প্রাপ্ত চিঠিগুলির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ এই চিঠি কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰীকে লিখেছেন।