নেশা মুক্ত ভারতের জন্য খেলো ত্রিপুরা কর্মসূচির সূচনা আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। নেশা মুক্ত ভারতের জন্য খেলো ত্রিপুরা কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা হচ্ছে ১৫ জুলাই। ওইদিন বিকেল সাড়ে চারটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডঃ পি কে চক্রবর্তী প্রমূখ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, নেশা মুক্ত ভারত অভিযান-এর অঙ্গ হিসেবে রাজ্যেও শুরু হতে যাচ্ছে নেশা মুক্ত ভারতকে নিয়ে খেলো ত্রিপুরা কর্মসূচি। তারই আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৫ জুলাই বিকেল সাড়ে চারটায়। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।