আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে অবৈধ স-মিল উৎখাত করতে সক্ষম হয়েছেন বিশালগড় বন দফতরের কর্মীরা। কিন্তু এদিন কাউকে আটক করা যায়নি, জানিয়েছেন জনৈক বন কর্মী।
বন দফতরের জনৈক কৰ্তা জানিয়েছেন, গতকাল রাতে গোপন খবর আসে, বিশালগড় থানাধীন এনসিনগরে অবস্থিত অক্ষয় চৌমুহনিতে অবৈধ স-মিল চালানো হচ্ছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ দুপুরে একটি রবার বাগান থেকে অবৈধ স-মিলটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন তাঁরা। কিন্তু স-মিলের সঙ্গ যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, জানিয়েছেন বন দফতরের কর্তা।