বিধানসভায় আসন্ন বর্ষা অধিবেশনে বহুবিবাহ নিষিদ্ধ বিল আনছে অসম সরকার : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : বহুবিবাহ নিষিদ্ধ বিল আনতে চলেছে অসম সরকার। অসম বিধানসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ করা হবে প্ৰস্তাবিত বহুবিবাহ নিষিদ্ধ বিল, আজ দৃঢ়তার সঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি প্ৰায় চূড়ান্ত করে নিয়েছে। প্রস্তাবিত আইনটি রাজ্য বিধানসভার আসন্ন বর্ষা অধিবেশনে পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশা করা হচ্ছে। তবে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সম্ভব না হলে, আগামী জানুয়ারিতে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে, তা-ও শুনিয়ে রেখেছেন তিনি।

জোরের সঙ্গে ড. শর্মা বলেন, বহুবিবাহ বিরোধী বিল অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি)-র একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের বিষয়টি সংসদের এখতিয়ারে থাকলেও রাজ্যগুলি স্বাধীনভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নির্দিষ্ট দিকগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হলো, অবিলম্বে অসমে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করা, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ইউসিসি-র বিভিন্ন দিক, বিশেষ করে জটিল বিষয়গুলি আইন কমিশন এবং সংসদীয় কমিটি পরীক্ষা করছে। গত মে মাসে অসম সরকার বহুবিবাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বৈধতা মূল্যায়নের জন্য গুয়াহাটি উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের নেতৃত্বে চার সদস্যের একটি প্যানেল গঠন করেছে। প্যানেলে রয়েছেন অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া, অসমের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন কোহলি এবং গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট নেকিবুর জামান, জাান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *