মালদা, ১১ জুলাই (হি. স.) : মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের জেরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রামপুর গ্রামে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর এই নিয়ে ৩৬ দিনে মৃত্যু হল ৪৫ জনের।
রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর বুথে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, কংগ্রেস কর্মী ফতিকুল হক তাঁর বাড়ির সামনে বাজি ফাটাতে নিষেধ করায়, তাঁকে বাইরে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। কংগ্রেস কর্মীকে বাঁচাতে আহত হন পরিবারের ৪ সদস্য। সকলকেই মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এদিন সকালে বছর ২৫-এর ফতিকুলের মৃত্যু হয়।