চুরু ও কলকাতা, ১১ জুলাই (হি.স.): পরশু রাম নগর চুরুতে অবস্থিত সিএম প্যালেসে বিশেষ সম্মানে সম্মানিত ও সংবর্ধিত করা হয়েছে বিশিষ্ট আইনজীবী নারায়ণ জৈনকে (ন্যাশনাল ডেপুটি প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার)। চুরুর বুদ্ধিজীবীদের দ্বারা তাঁকে সম্মানিত করা হয়েছে। একইসঙ্গে জে পি খেমকাকেও অভ্যর্থনা জানানো হয়েছিল। এই অনুষ্ঠানে অধ্যাপক ও পি বাঁশিয়ায়ে বলেছেন, “তিনি সর্বদা পড়াশোনায় প্রথম হতেন এবং সহকর্মীদের উৎসাহ দিতেন। তাঁর লেখা ‘হাউ টু হ্যান্ডেল ইনকাম ট্যাক্স প্রবলেম’ বইটি বেশ জনপ্রিয়।” ওম সারস্বত, যিনি তাঁর সঙ্গে পড়াশোনা করেছিলেন, তিনি বলেছেন, “আপনার যদি কোনও বন্ধু থাকে তবে সে অবশ্যই নারায়ণ জৈনের মতো হওয়া উচিত, যিনি কঠিন সময়েও আপনাকে ছাড়বেন না, এখন তাঁর ভাবমূর্তি এতটাই দুর্দান্ত যে বড় অধিকারিকরাও ট্যাক্স সমস্যায় তাঁর সঙ্গে পরামর্শ করেন।” অধ্যাপক কমল কোঠারি বলেছেন, “তাঁর কাছে সময়ের অভাব থাকা সত্ত্বেও, যখনই চুরু থেকে কেউ তাঁর সঙ্গে দেখা করতে যায়, তিনি সর্বদা তাঁদের সহায়তা করেন, তিনি যে কাজটি হাতে নেন তাতে সর্বদা শীর্ষে থাকেন।” বিজেপি রাজস্থানের কোষাধ্যক্ষ পঙ্কজ গুপ্ত বলেছেন, অনেক মন্ত্রী কর সংক্রান্ত প্রকল্প তৈরি করার সময় তাঁর পরামর্শগুলিও অনুসরণ করেন। সবশেষে আইনজীবী নারায়ণ জৈন স্মৃতিচারণ করে বলেন, পরিকল্পনা, নিষ্ঠা এবং কর্তব্যের সঙ্গে কাজ করা হলে কোনও কাজই অসম্ভব নয়। চুরু সর্বদা আমার এবং জে পি খেমকাজির ঘনিষ্ঠ ছিল, এবং যদি চুরুর উন্নয়নের জন্য কোনও প্রকল্প করা হয়, আমরা অবশ্যই সাহায্য করব। মুম্বইয়ের চুরু সিটিজেনস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জে পি খেমকাও সম্মানিত হয়েছেন। বাবুলাল শর্মা, বিমল সারস্বত দীনেশ শর্মা, অশোক যোশী, কে কে মহর্ষি, মংটু রাম চোটিয়া, সুরেশ সারস্বত, জিতেন্দ্র ধরেন্দ্র বিশ্বনাথ, রাজগুরু রঘুনাথ খেমকা, পিএল ভার্মা, পঙ্কজ হরিত, অশোক সারস্বত, মুকেশ পিথিসারিয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌরহিত্য বক্তব্য রাখেন চন্দনমল সারস্বত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেন্দ্র শর্মা।
2023-07-11