আগরতলা, ১১ জুলাই (হি.স.) : কুমারঘাট উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তপশীলি জাতি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের সহায়তায় পাঁচজন আহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি।
এদিন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা নিহত হয়েছেন তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ও ত্রিপুরা সরকারের দপ্তর থেকে নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন তাঁদের সুস্থ করে তুলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার।
এদিন তিনি বলেন, আজ সকালে জি বি হাসপাতালে কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। পাশাপাশি তপশীলি জাতি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের সহায়তায় পাঁচজন আহতদের পরিবারের হাতে ১৫০০০ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিন তিনি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ