দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত দু’জন

গাজিয়াবাদ, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর স্কুল বাস ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকালে গাজিয়াবাদ ৯ নম্বর জাতীয় সড়কে একটি স্কুল বাস ও গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনও ছাত্র-ছাত্রী ছিল না এবং বাসটি ভুল দিক থেকে আসছিল বলে জানা গিয়েছে। স্কুল বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

এডিসিপি (ট্র্যাফিক) আর কে কুশওয়াহ বলেছেন, “স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। গাজিপুর থেকে সিএনজি নিয়ে ভুল দিক থেকে আসছিল বাস চালক। টিইউভিটি (গাড়ি) মেরঠের দিক থেকে আসছিল এবং গুরুগ্রামের দিকে যাচ্ছিল। চালকের ত্রুটি ছিল, দিল্লি থেকে সারাটা পথ ভুল দিক থেকে আসছিল। তাকে পাকড়াও করা হয়েছে। গাড়ির আরোহীরা একই পরিবারের সদস্য। বাসে কোনও পড়ুয়া ছিল না।”