নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ বামুটিয়া মন্ডল ও সংযুক্ত মোর্চার উদ্যোগে চলতি শিক্ষা বর্ষের বামুটিয়া বিধানসভার অন্তর্গত সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উওীর্ন ১১ শো ছাএ-ছাএীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গান্ধীগ্রাম স্থিত বৈদ্যনাথ কমিউনিটি হলে৷ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক কৃঞ্চধন দাস সহ অন্যানরা৷ এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে সম্মানিত করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় ছাত্র যুব সমাজকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন এ বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা নতুন ভোটার হিসেবে ভোট দেবেন৷ তাদেরকে উৎসাহিত করা বিজেপি দলের অন্যতম দায়িত্ব৷ এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় আরো বলেন সরকারি চাকুরীর করে কোন ব্যক্তি তার পরিবারকে স্বনির্ভর করতে পারে৷ কিন্তু কোন যুবক যুবতী নিজস্ব উদ্যোগে আত্মনির্ভর হলে শিল্প প্রতিষ্ঠান কিংবা ব্যবসা বাণিজ্য করে আরো অনেককেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে৷ সে কারণেই শুধুমাত্র সরকারি চাকুরীর উপর নির্ভর না করে এখন থেকেই বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা চালানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন ,রাজ্যে রাবার, বাশ, আগর সহ বহু সম্পদ রয়েছে৷ এসব সম্পর্কে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না৷ ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য৷ রাবার থেকে চল্লিশ রকমের সামগ্রী তৈরি করা সম্ভব৷ বাশ ভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে এই রাজ্যে৷ ছাত্র যুব সমাজকে এসব বিষয়ে চিন্তা ভাবনা করে আগামীর পথ সুগম করতে আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সকল অংশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ছাত্র-ছাত্রীদের এভাবে উৎসাহিত করার ফলে তারা ভবিষ্যৎ গঠনের কাজে অগ্রসর হতে পারবে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷
2023-07-11