টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের


ঢাকা, ১১ জুলাই (হি. স.) : টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ কার্যকরের জন্য বলেছে আদালত।

এদিন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মহম্মদ শওকত আলির সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করতে হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। এদিন হাইকোর্টে মামলার পক্ষে সওয়াল জবাব করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, মহম্মদ জুলফিকার আলি ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। সরকার পক্ষের আইনজীবী হিসাবে এদিন আদালতে সওয়াল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।