শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): আকাশ একেবারে পরিষ্কার, উন্নতি হয়েছে আবহাওয়ার, থেমেছে বৃষ্টি। আবহাওয়া অনুকূল হতেই বালতাল ও পহেলগাম উভয় রুট থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর সোমবার সকাল ৬টা পর্যন্ত, প্রায় ১১ হাজার অমরনাথ তীর্থযাত্রীকে বালতাল থেকে পবিত্র গুহার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে হেলিকপ্টার পরিষেবাও শুরু হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে বালতাল থেকে ৩-দিন স্থগিত ছিল অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি হওয়ার পর সোমবার সকালে বালতাল থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, মোট ১০,৭৬৭ জন অমরনাথ তীর্থযাত্রীকে পবিত্র গুহায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, ৬২-দিনের এই তীর্থযাত্রার সমাপ্তি ৩১ আগস্ট।
এদিকে, কাশ্মীরের স্বাস্থ্য পরিষেবা ডিরেক্টরেট অমরনাথ যাত্রার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে। ডিরেক্টর ডাঃ মুস্তাক আহমেদ রাঠের বলেছেন, “মসৃণভাবে সমন্বয় করার জন্য আমরা এই কন্ট্রোল রুম খুলেছি। আমাদের ৬টি বেস হাসপাতাল, ১২টি জরুরি সহায়তা কেন্দ্র, ১১টি চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য সমস্ত সরঞ্জাম উপলব্ধ রয়েছে।”