বাস ও গাড়ির সংঘর্ষে হরিয়ানার জিন্দে মৃত ৮, আহত কমপক্ষে ১০ জন

জিন্দ, ৯ জুলাই (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় হরিয়ানা রোডওয়েজ বাস ও একটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জিন্দ জেলায় জিন্দ-ভিওয়ানি সড়কের ওপর বিবিপুর গ্রামের কাছে। যাত্রীতে পরিপূর্ণ যাত্রীবাহী গাড়িটি ভিওয়ানি থেকে জিন্দ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, বাসের চালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন, তখনই ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ক্রুজার গাড়িতে কমপক্ষে ১৫ জন ছিলেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের ও ৭ জন আহত হয়েছেন। এছাড়াও বাসের দুই যাত্রী, চালকও আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, পরে আরও ৪ জন প্রাণ হারান। মৃতদের নাম-রবি, হরদীপ, সুখবিন্দর, হীরা, রাহুল, সঞ্জয় ও মনোজ। একজনের নাম ও পরিচয় জানা যায়নি।