বিশালগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷  বিশালগড় থানা এলাকার প্রভুরামপুরে এক গৃহবধুর মৃত্যু ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ মিতার বাপের বাড়ির লোকজনরা অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় নবীনগরের মানিক মিয়া তার মেয়েকে প্রভুরামপুরের ইদ্রিস মিয়ার সঙ্গে ছয় বছর আগে বিয়ে দিয়েছিল৷ অভিযোগ, বিয়ের পর থেকেই নাকি শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে স্বামী৷ এনিয়ে সালিশি সভাও হয়৷ কিছুদিন আগে উগান্ডার যুবতী পাচারকান্ডে বিশালগড় থানায় গ্রেফতার হয় ইদ্রিস৷ জেল থেকে এসেই নাকি আবার শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার৷ শুক্রবার বিকেলে গৃহবধূর বাবার বাড়িতে ফোন যায় মেয়ে অসুস্থ৷ তারা বিশালগড় হাসপাতালে এসে দেখেন মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ গৃহবধূর বাবার বাড়ির লোকজনরা ছুটে গিয়ে রাতে আবার মৃতদেহ হাসপাতালে নিয়ে এসে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়৷ পুলিশ এসে মৃতদেহ মর্গে রাখে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *