নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ নাশকতামূলক অগ্ণিকাণ্ডে শুক্রবার রাতে রাজধানীর আগরতলা শহর এলাকার ইন্দ্রনগর বাঁধের পাশে তিনটি দোকান পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ দোকানের ভিতরে এক বৃদ্ধ রাতে ঘুমিয়ে ছিলেন৷ ঘুমন্ত অবস্থায় অগ্ণিকাণ্ডে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ গভীর রাতে ইন্দ্রনগর বাঁধের পাশে কাটাখালের পাড়ে অগ্ণিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আগুন আলোতে আনে৷ তবে এর মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ দোকানের ভিতর থেকে অগ্ণিদগ্দ এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ অভিযোগ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
গতকাল রাতে টাউন ইন্দ্রনগর বাঁধের পাশে আগুন লেগে ভস্মীভূত হওয়া পরিবারের পাশে ৬ আগরতলা মন্ডল ও রাজ্য সরকার৷ প্রশাসনের তরফ থেকে অগ্ণিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষতিক্ষস্ত পরিবারদের হাতে চেক তুলে দেওয়া হয়৷ এদিন সকালে জায়গাটি পরিদর্শনে আসেন বিজেপি রাজ্য সষ্পাদিকা পাপিয়া দও, ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরা লাল দেবনাথ, ১০ নং ওর্য়াড কাউন্সিলার সোমা মজুমদার সহ অন্যানরা৷
2023-07-08