আগরতলা, ৮ জুলাই (হি.স) : নেশামুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরার আমবাসা থানার পুলিশ ও আসাম রাইফেলস। আমবাসার বেতবাগান নাকাপয়েন্টে এক কন্টেইনারে তল্লাশি চালিয়ে ৩৬ প্যাকেটে মোট ৪৯৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে, জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার। সাথে লরির চালককে আটক করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফেলস (পূর্ব)-এর অধীনে আগরতলা সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন এবং ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪৯৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে।
মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার জানিয়েছেন, আজ সকালে আমবাসা বেতবাগানে নাকা পয়েন্টে সন্দেহমূলকভাবে এমএইচ ১২ আরএন ৮৯৮৪ নম্বরের এক কন্টেইনার গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ প্যাকেটে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ৩৬ প্যাকেটে মোট ৪৯৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে পুলিশ সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও সুমন মজুমদার। তিনি জানান, সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আগরতলা বাইপাস থেকে গাঁজাগুলো গাড়িতে বোঝাই করেছে সে। আজ সকালে চালক কন্টেইনার করে শুকনো গাঁজাগুলি অসমের শিলচরে নিয়ে যাওয়ার কথা ছিল।
এসডিপিও জানান, বাজেয়াপ্তকৃত গাঁজা সহ অভিযুক্তকে পরবৰ্তী আইনি প্রক্রিয়ার জন্য ধলাই জেলার আমবাসা থানার হেফাজতে নেওয়া হয়েছে।

