নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হল পুলিশ কর্মীর সহধর্মিণীর৷ ঘটনা আমবাসা বিবেকানন্দ নগর সংলগ্ণ এলাকায়৷ পুলিশ জানায় এদিন সকাল ৯ টার নাগাদ খবর পায় একটি মৃতদেহ রেল রাস্তার পাশে পড়ে রয়েছে৷
পুলিশ এসে দেখতে পায় মৃতদেহটি রেলে কাটা পড়েছে৷ তবে কখন এই ঘটনাটি ঘটেছে তা রেল পুলিশ সঠিকভাবে বলতে পারছেন না৷ রেল পুলিশের তরফে জানানো হয় তদন্ত চলছে৷ তবে জানা যায় মৃত মহিলাটির নাম কবিতা রানী দেববর্মা৷ এদিকে জানা যায় মৃত মহিলার স্বামী সালেমা থানায় এ এস আই পদে কর্মরত রয়েছেন৷ মৃত মহিলার স্বামীর নাম অরুণ দেববর্মা৷ আমবাসা পুলিশ কোয়ার্টারে থাকে পরিবার৷ কি কারনে কিংবা কিভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
2023-07-08