নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী ১৯ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, সংসদের বাদল অধিবেশনের আগে কেন্দ্রীয় সরকার আগামী ১৯ জুলাই সর্বদলীয় বৈঠক ডেকেছে৷
এবারের বাদল অধিবেশনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনায় অবদান রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র। ২০ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, এই অধিবেশনে বিভিন্ন বিল পাশ ও উত্থাপন করতে পারে নরেন্দ্র মোদী সরকার।