নয়াদিল্লি ও পাটনা, ৬ জুলাই (হি.স.): স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা ঠিক নয়। এমনটাই মনে করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালু বলেছেন, “যেই প্রধানমন্ত্রী হবে তাঁর স্ত্রী ছাড়া থাকা উচিত নয়। স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকাটা মোটেও ঠিক নয়। এটা দূর করা উচিত।” আসলে লালুকে এদিন বিরোধীদের প্রধানমন্ত্রী প্রার্থী এবং রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য তাঁর পূর্বের পরামর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখনই তিনি এই উত্তর দেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা কতগুলি আসনে জিতবে, সেই উত্তরও দিয়েছেন লালু। তাঁর কথায়, “অন্ততপক্ষে ৩০০ আসন।” মেডিকেল চেকআপের জন্য এদিন দিল্লিতে এসেছেন লালু। এদিন মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, “অবাঞ্ছিত নেতারা চলে যাওয়ায় শরদ পওয়ার এখন আরও শক্তিশালী হয়ে উঠেছেন। ১৭টি দলের সবাই একত্রিত হচ্ছেন। তাঁরা (বিজেপি) যা খুশি বলুক। তাঁদের নিশ্চিহ্ন করা হবে। শরদ পাওয়ার একজন শক্তিশালী নেতা, কিন্তু এই সব তাঁর ভাইপো (অজিত পাওয়ার) করছে।” বেঙ্গালুরুতে বসছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন লালু। তাঁর কথায়, “আমি রক্ত পরীক্ষার জন্য দিল্লি এসেছি।এরপরে আমি বেঙ্গালুরু যাব (বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকের জন্য)।”