পশ্চিমাঞ্চল: ২২০, ১৪৯/৩
মধ্যাঞ্চল: ১২৮,
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। প্রথম ইনিংসে দুর্দান্ত লিড নিয়েছে পশ্চিমাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও এগুচ্ছে বড় রানের লক্ষ্যে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার দায়ে মধ্যাঞ্চল অনেকটাই পিছিয়ে। দ্বিতীয় দিনের খেলা শেষে পশ্চিমাঞ্চল এই মুহূর্তে ২৪১ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও ৭ উইকেট। ইচ্ছে রয়েছে অনেকটা বড় স্কোর করে মধ্যাঞ্চলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। প্রথম দিনে ৮ উইকেট এবং দ্বিতীয় দিনে ১৫ উইকেটের পতনে অনুমান করা হচ্ছে তিনদিনের মধ্যেই হয়তো ম্যাচের ফয়সালা হয়ে যাবে। দুদিনের খেলায় ম্যাচের লাগাম অনেকটাই পশ্চিমাঞ্চলের হাতে। তিন দিনে ম্যাচ শেষ না হলেও শেষ দিনের প্রথম বেলায় হয়তো ম্যাচ পশ্চিমাঞ্চলের মুঠোই চলে আসবে। ব্যাঙ্গালুরুর আলু-র ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে প্রথমদিনের খেলা শেষে পশ্চিমাঞ্চল দিনভর ব্যাট চালিয়ে ৯০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনে সাকূল্যে চার রান যোগ করে ইনিংস শেষ করলে জবাবে সেন্ট্রাল জোন ব্যাট করতে নেমে ৩১.৩ ওভার খেলে ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পশ্চিমাঞ্চলের বোলার নাগওয়াশওয়ালা ৭৪ রানে ৫ উইকেট তুলে নিতেই মধ্যাঞ্চল প্রমাদ গুনতে থাকে। এছাড়া, এ শেঠ তিনটি ও টি গজা দুটি উইকেট পেয়েছে। মধ্যাঞ্চলের রিঙ্কু সিং ৪৮ এবং ধ্রুবচন্দ্র জুরেল ৪৬ রান সংগ্রহ করেছে। অন্যদের ব্যাটে তেমন রান আসেনি। ৯২ রানের লিড নিয়ে পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৯ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে। চেতেশ্বর পুজারা ৫০ রানে উইকেটে রয়েছেন। তবে সূর্য প্যাভিলিয়নে ফিরেছে ব্যক্তিগত ৫২ রান করে। মধ্যাঞ্চলের সৌরভ কুমার দুটি ও আর ঠাকুর একটি উইকেট পেয়েছে।