দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিক মারাত্মক পরিণতি! প্রাণ হারালেন শিশু ও মহিলা-সহ ১৬ জন

জোহানেসবার্গ, ৬ জুলাই (হি.স.): দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের পূর্ব বোকসবার্গের কাছে নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার (৫ জুলাই) জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই বিপত্তি ঘটে। এরসঙ্গে ওই এলাকায় অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে।

অবৈধ সোনার খনিতে প্রায়ই নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। মূলত পরিত্যক্ত খনির খাদ থেকে চুরি করা মাটি থেকে সোনা আহরণ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার পাওয়া যায়। আর যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে-সেই স্থানের ১০০ মিটারের (৩২৮ ফিট) মধ্যে নিহতদের পাওয়া যায়। আশঙ্কা করা হচ্ছে, ওই এলাকা থেকে আরও মরদেহ পাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *