আগরতলা, ৬ জুলাই (হি.স.):বাজারের বর্ধিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করার দাবিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের দাবি,অতিসত্বর বাজারের বর্ধিত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস করা হোক।
সংগঠনের জনৈক নেতার অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় শাক- সবজির মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষের শাক সবজির ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে গিয়েছে। তাদের আরও অভিযোগ, বিভিন্ন বাজারের কিছু কিছু অসাধু ব্যবসায়ী বাঁকা পথে মুনাফা লাভের জন্য নিত্য প্রয়োজনীয় শাক-সবজি মূল্য বেআইনী ভাবে বাড়িয়ে দিয়েছে।তাতে সাধারণ মানুষর নাভিশ্বাস উঠেছে।তারই প্রতিবাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি দল।
তাদের দাবি, অতিসত্বর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস করা হোক।