ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। প্রথম ইনিংসে লীড নেওয়ার লক্ষ্যে এগুচ্ছে দক্ষিণাঞ্চল। ২ শতাধিক রান সংগ্রহ করতে না পেরে কিছুটা পিছিয়ে উত্তরাঞ্চল। দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ, বুধবার থেকে শুরু হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চলের ম্যাচ। টস জিতে দক্ষিণাঞ্চল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। উত্তরাঞ্চল ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রায় অর্ধবেলা খেলে ৫৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক স্কোর উইকেট রক্ষক প্রবশিরাম সিং এর ৪৯ রান। এছাড়া, অঙ্কিত কুমারের ৩৩ রান উল্লেখ করার মতো। দক্ষিণাঞ্চলের বিদ্যার্থ কাবেরাপ্পা বোলিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে ১৮ রানে পাঁচটি উইকেট দখল করে। এছাড়া, শ্রীকান্ত দুটি এবং ভাইসার, কিশোর ও ওয়াশিংটন সুন্দর পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে দক্ষিণাঞ্চল ১৭ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। ময়াঙ্ক আগারওয়াল ৩৬ রানে এবং তিলক বার্মা 12 রানে উইকেটে রয়েছে। উত্তরাঞ্চলের বালতেজ সিং ও হর্ষিত রানা দুটি করে উইকেট পেয়েছে।
2023-07-05