আগরতলা, ৫ জুলাই (হি.স.) : বোলেরো ও ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মহিলা যাত্রী। বুধবার সাত সকালে মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ন লাল মিয়া চৌমুহনীর স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছেন।
স্থানীয় মানুষ জানিয়েছেন, আজ সকালে বোলেরো ও ইকো গাড়ি দুটি মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন লাল মিয়া চৌমুহনী এলাকায় আসতেই বোলেরো গাড়িটি এসে ইকো গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। তাতে বোলেরো গাড়িতে থাকা বকুল বিবি নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁরাই আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু ঘাতক গাড়ির চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে আহত বকুল বিবি মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

