পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করল তিন চোরকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ বুধবার পূর্ব আগরতলা থানার পুলিশ তিন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লেপটপ, গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন,  জলের পাম্প ইত্যাদি৷ এই চোখটা জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ শহরের প্রায় সব চুরির সাথে এই  চক্রটি যুক্ত বলে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানিয়েছেন৷
রাজধানী শহরেও চুরি ছিনতাই এর ঘটনা অব্যাহত রয়েছে৷ পুলিশ জালে তুলতে গত বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ জানা যায় মঙ্গলবার শহরে একটি টমটম থেকে ব্যাটারি চুরি হয়৷ এরই সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করেছে তিন চোরকে৷ ধৃতরা হলো আশিস কুমার সাহা, কমল কর ও বাপী দেবনাথ৷ জেলা পুলিশ সুপার স পি কিরন কুমার কে বুধবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান গোটা চক্রকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *