টলিউড থেকে বলিউড বহু অভিনেত্রীরা প্রযোজনায় নাম লেখাচ্ছেন । কৃতী স্যাননও এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন । অভিনেত্রী থেকে এবার প্রযোজোক কৃতী স্যানন ।
বলি-সুন্দরী কৃতি স্যানন ব্লু বাটারফ্লাই ফিল্মস এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন ৷ নেটফ্লিক্সে আসছে এই প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্ট ”দো পাত্তি” ৷
বুধবার কৃতি তাঁর এই প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামে ৷ কৃতির শেয়ার করা পোস্টারে এদিন তাঁর সঙ্গে দেখা গিয়েছে কাজল, লেখিকা কনিকা ডিলোঁ এবং মণিকাকে ৷ ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ”দো পাত্তি-র ঘোষণা করতে পেরে বেশ রোমাঞ্চিত বোধ করছি ৷ সঙ্গে রয়েছেন তিনজন এমন নারী যাঁরা অত্যন্ত প্রতিভাবান এবং সর্বদা আমায় অনুপ্রাণিত করেন ৷ মণিকা, এই গল্প বলার জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো আর কোনও মাধ্যম হতে পারত না ৷ কাজল ম্যাম আবার আপনার সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত বোধ করছি ৷ কনিকা আমি সর্বদাই আপনার লেখার ভক্ত ৷ আপনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে ”।

