কুলপি, ৪ জুলাই (হি. স.) হাতে মাত্র আর তিনটি দিন, আগামি শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে কার্যত সোমবার রাত থেকেই দক্ষিণ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক বিরোধী সংঘর্ষে একের পর এক বোমাবাজি ও গুলি চলার ঘটনা ঘটছে। এবার মঙ্গলবার সকালে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। এলাকা থেকে অনেকগুলি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইএসএফ কর্মীদের অভিযোগ, এদিন তাঁরা যখন হটুগঞ্জ বাজারে বসেছিলেন, আচমকাই সেখানে তৃণমূলের লোকেরা এসে তাঁদেরকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাঁরা আইএসএফ কর্মীদের উপর চড়াও। ঘটনায় বেশ কয়েকজন আইএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।