লংতরাইভ্যালিতে ক্রিকেটজয় পেলো ছৈলেংটা স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।
প্রভাত কুশুম এবং রমেশ চাকমা-‌র হাত ধরে জয় পেলো ছৈলেংটা স্কুল। পরাজডিত করলো ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছামনু স্কুল ১৩৪ রান করে। দলের পক্ষে উৎসব দত্ত ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, ত্রিশান বরুয়া ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, শেখর ঘোষ ২০ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৯ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে রমেশ চাকমা ১৭ রানে ৫ টি এবং কুমার ভুবেশ দেববর্মা ৩৬ রানে ২ টি উইকেট পেয়েছে। জবাবে কেলতে নেমে ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ছৈলেংটা স্কুল। দলের পক্ষে প্রভাত কুসুম চাকমা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, গুননাথ দত্ত ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সুমন মোহন ত্রিপুরা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ছামনু স্কুলের পক্ষে অয়ন বরুয়া ৩৮ রানে ৩ টি এবং ত্রিশান বরুয়া ৪১ রানে ৩ টি উইকেট পেয়েছে।