নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দিল্লি আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় এবারও দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। সোমবার মনীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সিসোদিয়ার পাশাপাশি আম আদমি পার্টির প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ বিজয় নায়ার, অভিষেক বোইনপলি (হায়দরাবাদের ব্যবসায়ী) ও বিনয় বাবু বিনয় (একটি মদ কোম্পানির ম্যানেজার মেসার্স পার্নোড রিকার্ড)-এর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
দিল্লি আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন সিসোদিয়া ও অন্যান্যরা। কিন্তু, সোমবার সকলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিন দুপুরের শুনানির সময় সিসোদিয়া, বিজয় নায়ার, অভিষেক বোইনপলি ও বিনয় বাবু বিনয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।