জলন্ধর, ৩ জুলাই (হি.স.): জীবনের সকল পর্যায়ে ও সমস্ত ভূমিকায় ধর্ম আবশ্যক। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে পঞ্জাবের জলন্ধরে আয়োজিত ‘গুরু পূর্ণিমা মহোৎসব’-এ এই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার ‘গুরু পূর্ণিমা মহোৎসব’-এ রাজনাথ বলেছেন, “গুরু এই পৃথিবীতে আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। গুরু আমাদের ঈশ্বরের পথ দেখান। সত্যিকার অর্থে, গুরু আত্মাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ করার সেতু হিসেবে কাজ করেন…গুরু আমাদের ধর্ম অনুসরণ করতে শেখান। ধর্ম বলতে আমি বুঝি আমাদের কর্তব্য। ধর্ম আমাদের জীবনের সকল পর্যায়ে এবং সকল ভূমিকায় প্রয়োজনীয়।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “পিতামাতার মত সন্তানদেরও কর্তব্য পিতামাতার আদেশ পালন করা। এই পৃথিবীতে নিজের পিতামাতাকে ঈশ্বর মনে করে তাঁদের সেবা করুন। এখনও আমাদের সমাজে শ্রাবণ কুমারকে স্মরণ করা হয়, শুধুমাত্র এই কারণে যে তিনি তার বাবা-মাকে নিজের উপরে রেখেছেন।” রাজনাথ আরও বলেছেন, “দেশের প্রতিরক্ষামন্ত্রী হওয়ায় ভারতের সাহসী সৈন্যদের মাধ্যমে এই দেশকে রক্ষা করা আমার কর্তব্য। আপনি যে পদেই অধিষ্ঠিত হোন না কেন, আপনার একটি বিশেষ ধর্ম রয়েছে এবং আপনাকে সেই ধর্মকে অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মের প্রয়োজন, তা রাজনীতিই হোক।”

