প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল দেশের জন্য কালো শাসনকাল, তোপ পিসিসি সভাপতির

আগরতলা, ১ জুলাই (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছর কার্য্যকাল দেশবাসীর জন্য কালো শাসনকাল ছিল। আজ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর নয় বছর কার্য্যকালের বিরোধিতায় এভাবেই সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাথে তিনি যোগ করেন, সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্দ্যোগে আগামী ২৫ জুলাই থেকে বেঙ্গালুরুতে তিনব্যাপী বেহেতর ভারত অভিয়ান চ্যালেঞ্জ কর্মসূচি পালন হতে চলেছে। সেই কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি দল অংশ নেবেন। 

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৯ বছরে দেশের কোনো উন্নয়ন করেনি। ৯ বছরে সরকার দেশের সাধারণ জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই বাস্তবায়ন করে নি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার ৯ বছরের শাসনকালে দেশের সাধারণ মানুষের বাক্ স্বাধীনতা কেড়ে নিয়েছে। গত নয় বছর ধরে বিজেপি সরকার হিংসা বিদ্বেষের রাজনীতি করেছে। সাথে তিনি যোগ করেন, গত নয় বছরে দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে।

এদিন শ্রী সাহা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের শাসন দেশবাসীর জন্য কালো নয় বছর ছিল। কারণ দেশ যেমন অর্থনৈতিক বুনিয়াদে গত নয় বছরে পিছিয়ে গেছে। তেমনি কংগ্রেস সরকারের সময় যে সমস্ত সম্পদ দেশে গড়ে উঠেছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকারের ৯ বছরের শাসনকালের বিরুদ্ধে সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্দ্যোগে আগামী ২৫ জুলাই থেকে ২৭ জুলাই বেঙ্গালুরুতে তিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি দল অংশ নেবেন। তিনি তিনদিন ব্যাপী ওই কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য যুব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন।