‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’ : বিমান বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১ জুলাই (হি.স.) : ‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’ । পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের হিংসার পরিবেশে উদ্বিগ্ন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের তৎপরতাকে এভাবেই দেখছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করা রাজ্যের কাজ। এটি রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। কিন্তু এর মধ্যেও ঢুকে পড়ছেন তিনি। সংবিধানের বাইরে বেরিয়ে অনেক কাজ করছেন। নিজে থেকেই কমপ্লেন বুক খুলছেন। কোনও রাজ্যে এমনটা হতে দেখিনি।”
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে । যার জেরে ‘গ্রাউন্ড জিরো’ গভর্নর হয়ে উঠেছে সিভি আনন্দ বোস। ক্যানিং থেকে কালিম্পং, সর্বত্র ঘুরে কখনও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তো কখনও আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। আবার সাধারণ মানুষ যাতে নিজেদের যাবতীয় অভাব অভিযোগ জানাতে পারেন, তার জন্য ‘কমপ্লেন বুক’ও চালু করেছেন তিনি। আর রাজ্যপালের এহেন কর্মকাণ্ডকে সর্বদা সমালোচনায় ভরাচ্ছেন শাসক দলের নেতারা । এবার সেই তালিকায় যোগ দিলেন এবার একহাত নিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, “আগেও অনেক রাজ্যপাল এসেছেন। তাঁরা রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করেছেন। কিন্তু রাজ্যপালের এমন রূপ আগে দেখিনি। অনেক বিষয়েই তিনি অতিসক্রিয়।” এরপরই যোগ করেন, “আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করা রাজ্যের কাজ। এটি রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। কিন্তু এর মধ্যেও ঢুকে পড়ছেন তিনি। সংবিধানের বাইরে বেরিয়ে অনেক কাজ করছেন। নিজে থেকেই কমপ্লেন বুক খুলছেন। কোনও রাজ্যে এমনটা হতে দেখিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *