মধ্যাঞ্চল: ১৮২, ২৩৯
পূর্বাঞ্চল: ১২২, ১২৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। সরাসরি জয়-ই পেয়েছে মধ্যাঞ্চল। ১৭০ রানের বড় ব্যবধানে পূর্বাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে মধ্যাঞ্চল। আগামী ৫ জুলাই থেকে মধ্যাঞ্চল দলীপ ট্রফির সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে খেলবে। খেলা হবে বেঙ্গালুরুতে আলু-র ক্রিকেট স্টেডিয়ামেই। কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চল মূলতঃ হেরেছে ব্যাটিং ব্যর্থতার দায়ে। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের ১৮২ রানের জবাবে পূর্বাঞ্চল যখন ১২২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়, তখনই ম্যাচের লাগাম চলে আসে মধ্যাঞ্চলের হাতে। অতঃপর ৬০ রানে এগিয়ে থেকে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৩৯ রান সংগ্রহ করলে পুনরায় পূর্বাঞ্চলের সামনে ম্যাচ বাঁচানোর প্রয়াস থাকলেও কার্যত সম্ভব হয়নি সেই ব্যাটসম্যানদের ব্যাটে রান আসেনি বলেই। ১২২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেওয়া দল পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ১২৯ রানে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের তথা ত্রিপুরার মনি শংকর মুরাসিং-এর দুর্দান্ত বোলিং এবং পাঁচ উইকেট দখল সবই শেষ পর্যন্ত বিফলে গেছে ব্যাটার্সদের ব্যর্থতায়।