বুলধানা, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও কন্ডাক্টরকে। শনিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছনোর পর এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। শনিবার ভোররাতে বুলধানা জেলায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের ও আহত হয়েছেন ৮ জন।
পুলিশ সূত্রের খবর, প্রাণে বেঁচে গিয়েছেন চালক ও কন্ডাক্টর। সেই দু”জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী গিরিশ মহাজন। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে দেহগুলি। প্রশাসন সূত্রের খবর, দেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হতে পারে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও তা জানিয়েছেন।