রাস্তা সংস্কারের দাবীতে ধর্মনগরে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ রাস্তা সংস্কারের দাবিতে সানীয়দের জাতীয় সড়ক রাস্তা অবরোধ৷ জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে পড়ে একাধিক যানবাহন দূর্ঘটনা গ্রস সহ চালক ও যাত্রীরা আহতের ঘটনায় ক্ষোভে পথ অবরোধ৷ দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধের পর ডিসি এমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার৷ঘটনা ধর্মনগর মহকুমার শনিছড়ার লম্বা গাছ সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর৷জানা গেছে সকাল থেকেই শনিছড়ার লম্বা গাছ সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর পুকুর সমো গর্তের ফলে পৃথক দুটি পথ দুর্ঘটনা সংঘটিত হয়৷ এমনকি এদিন একটি যাত্রীবাহী টমটম এই স্থানে দূর্ঘটনা গ্রস্ত হলে এক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন৷তখন ঐ এলাকার সানীয় জনগণ ক্ষোভে ফেটে এদিনই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন৷পথ অবরোধকারীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,নদিয়াপুর শনিছড়া এলাকায় তিনটি পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন রয়েছে৷সেই ক্রেশার মেশিনের মাটি বৃষ্টিতে ধুয়ে জাতীয় সড়কের উপর গড়িয়ে পড়ছে৷ তাতে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে ছোট বড় যান দূর্ঘটনার কবলে পড়ছে৷ তাছাড়া জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত পুকুর সমো গর্তে পরিনত হয়েছে৷ তাতে বর্ষা মৌসুমে বাড়ছে পথ দুর্ঘটনা৷ অবরোধকারীরা বলেন, সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সংস্কার করে ব্যাঙ্গের ছাতার মতো গজানো অবৈধ ক্রেশার মেশিন গুলো বন্ধ করতে হবে৷অন্যথায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ চলবে৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কোন কাজ হয়নি৷পরে অবরোধের তিন ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর মহকুমার ডিসিএম সঞ্জীব দেবনাথ৷ডি সি এম টানা দুঘন্টা পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে তাদের আশ্বাস করেন,তাঁদের দাবি গুলি শীঘ্রই দৃষ্টি সহকারে দেখা হবে৷ তাছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর সহ তাঁর কাছে সংস্কারের আবেদন জানানোর জন্য অবরোধকারীদের পরামর্শ দেন তিনি৷৷ডি সি এমের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন৷ অপরদিকে ডিসিএম স্থানীয় ক্রেশার মালিকদের ডেকে আপাতত জাতীয় সড়ক দিয়ে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেন৷ডি সি এমের নির্দেশে ক্রেশার মালিকরা জেসিবি মেশিন এনে রাস্তার দুপাশে ড্রেনের কাজে হাত লাগান এবং পুকুর সমো গর্ত ভরাট করলে স্বাভাবিক হয় যান চলাচল৷ তবে এদিনের পাঁচ ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধ সলের উভয় পাশের কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যাত্রী ও পণ্য বাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷