মহারাষ্ট্রে ভোট নিয়ে ভয় পাচ্ছে বিজেপি : রাউত, ইউসিসি নিয়েও মুখ খুললেন সঞ্জয়

মুম্বই, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রে ভোট নিয়ে ভয় পাচ্ছে বিজেপি। এমনই দাবি করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, মুম্বইয়ের বিজেপি পুরোপুরি নাটক। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, মুম্বইয়ের বিজেপি পুরোপুরি নাটক। মহারাষ্ট্রে ভোটের জন্য আমরা লাগাতার দাবি জানাচ্ছি, কিন্তু তাঁরা ভোটের ভয় পাচ্ছে।
এদিন অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও সরব হয়েছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, “অভিন্ন দেওয়ানি বিধির খসড়া এখনও আসেনি, খসড়া প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে আমরা কিছু বলতে পারব।” এর থেকে বেশি কিছু বলেননি রাউত।