পরীক্ষা পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ  এজিএমসির ডাক্তারী পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ শনিবার এজিএমসি কলেজ চত্ত্বরে মেডিক্যাল পড়ুয়া ছাত্রছাত্রীরা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এবং নেক্সট পরীক্ষার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে৷৷ পরীক্ষা পদ্ধতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা৷ আগাম কোন কিছু না জানিয়ে হঠাৎ যেভাবে পরীক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের জটিল সমস্যার সম্মুখীন হতে হবে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছে৷ সে কারণেই বিষয়টি বিবেচনা করে ছাত্রদের স্বার্থের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *