প্রয়াগরাজ, ৩০ জুন (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে দরিদ্র মানুষজনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত গ্যাংস্টার ও রাজনীতিক আতিক আহমেদের বাজেয়াপ্ত করা জমিতে নির্মাণ করা হয়েছে ৭৬টি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলির চাবিই শুক্রবার দরিদ্রদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি ২২৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন যোগী।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, “প্রয়াগরাজ থেকে আজ একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাফিয়ার কাছ থেকে বাজেয়াপ্ত করা জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ফ্ল্যাটের চাবিগুলি ৭৬টি পরিবারকে হস্তান্তর করা হচ্ছে… এটি সেই একই রাজ্য যেখানে ২০১৭ সালের আগে, মাফিয়ারা গরীব, ব্যবসায়ী এবং সরকারের জমি দখল করত, কিন্তু এখন মাফিয়ামুক্ত জমিতে আবাসন ইউনিট তৈরি করা হচ্ছে… আমি আজ সমস্ত কর্মকর্তাদের বলছি, নির্মাণ করুন।”
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “আমাদের সরকার সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করবে, সেখানে দরিদ্রদের জন্য বাড়ি তৈরি করা হবে।”

