শাস্তির খাড়া থেকে বিক্রমকে অব্যাহতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। ক্রিকেটার বিক্রম দেবনাথকে শাস্তির খাড়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষ করে বিক্রম দেবনাথ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জাতীয় ক্রিকেট একাডেমিতে অলরাউন্ডার হিসেবে সিলেকশন ট্রায়ালে ডাক পেয়েছে। এদিকে ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ চলাকালীন সময়ে খেলায় অসদাচরণের দায়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে শাস্তি হিসেবে বিক্রম দেবনাথকে নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বিক্রম যথারীতি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেছে এবং ভবিষ্যতে এরকম অসদাচরণ করবে না বলে জানালে, এদিকে জাতীয় ক্রিকেট একাডেমিতে তার সিলেকশন ট্রায়ালের সুযোগ আশায় এডভাইজরি টুর্নামেন্ট কমিটি বিক্রমের খেলোয়াড় জীবনের কথা চিন্তা করে তাকে শাস্তির খাড়া থেকে অব্যাহতি দিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে সচিব তাপস ঘোষ এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *