নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে বিশালগড় হাসপাতালের ব্লাড ব্যাংকে শুক্রবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশন এর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটি৷ শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স, বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা বন আধিকারিক পল্লব চক্রবর্তী, এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, বিশালগড় বিভাগীয় কমিটির নেতৃত্ব ও সদস্যগণ৷ শিবিরে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা বন আধিকারিক সহ মোট ১১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক বিনয় ভাষণ দাস বলেন, রক্তদান মহৎ দান৷ সাংবাদিকরা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন রক্তদান শিবির সহ সামাজিক কর্মসূচি পালনে বিশালগড় বিভাগীয় কমিটি আগামী দিনও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে৷