আচমকাই মেট্রোয় চড়লেন প্রধানমন্ত্রী, যাত্রীদের সঙ্গে গল্প করলেন খোশ মেজাজে

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): আচমকাই দিল্লি মেট্রোয় চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে মেট্রোয় চড়েন প্রধানমন্ত্রী মোদী। মেট্রোয় ওঠার পর প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলতে, গল্প করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীকে একেবারে কাছে পেয়ে খুশি প্রকাশ করেছেন যাত্রীরাও।

মেট্রোতে চড়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। এই অনুষ্ঠান থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার, প্রযুক্তি বিভাগের ভবন এবং বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে নবনির্মিত একাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। প্রসঙ্গত, ১৯২২ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিগত ১০০ বছরে, বিশ্ববিদ্যালয়টি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং এখন ৮৬টি বিভাগ এবং ৯০টি অধীনস্থ কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ৬ লক্ষের বেশি শিক্ষার্থী পাস করেছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *