মোদী সরকারের এই ৯ বছর ভারতের জন্য অত্যন্ত গৌরবের : অমিত শাহ

লখিসরাই, ২৯ জুন (হি.স.): মোদী সরকারের এই ৯ বছর ভারতের জন্য অত্যন্ত গৌরবের। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিহারের লখিসরাইয়ের একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এই নয়টি বছর ভারতের গৌরবের বছর। প্রধানমন্ত্রী মোদী যেখানেই যান না কেন, আমেরিকা হোক অথবা ইংল্যান্ড, ফ্রান্স অথবা মিশর- আপনারা ”মোদী, মোদী” স্লোগান শুনতে পাচ্ছেন। তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, কিছু রাষ্ট্রপ্রধান তাঁর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, কেউ কেউ – তাঁর অটোগ্রাফ, আবার কেউ কেউ আশীর্বাদের জন্য তাঁর পা ছুঁয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সমগ্র বিশ্বের এই শ্রদ্ধা শুধুমাত্র তাঁর অথবা বিজেপির নয়, কোটি কোটি ভারতীয়ের।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আগে যখন পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা আক্রমণ করত, সোনিয়া-মনমোহনের সরকার কোনও উত্তর দেয়নি, দিল্লিতে মৌনি বাবা হয়ে বসে থাকত, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর শাসনকালে যখন পুলওয়ামা এবং উরিতে হামলা হয়েছিল, মোদীজি ১০ দিনের মধ্যে জবাব দিয়েছিলেন। সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছিলেন।” বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, “পল্টু বাবু নীতীশ কুমার জিজ্ঞাসা করছিলেন ৯ বছরে (কেন্দ্র) কী করেছে? আপনি যাদের সঙ্গে বসেছিলেন এবং যাদের কারণে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের প্রতি অন্তত কিছু শ্রদ্ধা রাখুন। এই ৯ বছরে সারা দেশে প্রচুর কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী।”