হাফলং (অসম), ২৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমার অন্তর্গত পূর্ব মাইবাং, পশ্চিম মাইবাং ও কালাচান্দ পরিষদীয় নির্বাচন ক্ষেত্রের অধীন দারিদ্র্য সীমারেখার নীচে (বিপিএল) মোট ৩২৫ জন ছাত্রছাত্রীর হাতে অর্থ সাহায্য তুলে দিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।
মাইবাং দিসরু কালচারাল ক্লাব প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এই তিনটি পরিষদীয় নির্বাচন ক্ষেত্রের দারিদ্র্য সীমারেখার নীচে বসবাসকারী মোট ৩২৫ জন ছাত্রছাত্রীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ৪৭ লক্ষ ৭০ হাজার ১৫০ টাকার আর্থিক সাহায্য স্কুল ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হয়। মাইবাং মহকুমার অন্তর্গত চারটি বিদ্যালয় যথাক্রমে সাইনজা ভ্যালি হাইস্কুল, এভারগ্রিন হাইস্কুল, পিভিএম হাইস্কুল, জানারিং হিন্দু অ্যাকাডেমি হাইস্কুলের ম্যানেজিং কমিটির হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
উল্লেখ্য, সাইনজা ভ্যালি হাইস্কুলের ১০৬, এভারগ্রিন হাইস্কুলের ৪৮, পিভিএম হাইস্কুলের ৫১, জানারিং হিন্দু অ্যাকাডেমি হাইস্কুলের ১২০ জন ছাত্রীছাত্রীকে নিজেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য রতন জারামবুসা, বিজিৎ লাংথাসা, মাইবাং পুরপর্ষদের অধ্যক্ষ প্রবেন থাওসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও আর্থিক সাহায্যপ্রাপ্ত ছাত্রছাত্রী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।