আজ থেকে গুজরাটে জাতীয় মহিলা দাবায় ত্রিপুরার প্রতিনিধি আর্শিয়া দাস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।।গুজরাটে অনুষ্ঠিত হবে ৪৯ তম জাতীয় সিনিয়র মহিলাদের দাবা প্রতিযোগিতা। আগামীকাল থেকে শুরু হবে আসর। তাতে ত্রিপুরা থেকে একমাত্র দাবাড়ু হিসাবে অংশ নিচ্ছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। আসরে অংশ নিয়েছে ১৬০ জন দাবাড়ু। এরমধ্যে ৩০ জনের উপর রয়েছেন গ্র‌্যান্ডমাস্টার, ইন্টারম্যাশনাল মাস্টার দাবাড়ু। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী মহিলা বিভাগে রাজ্য সেরা দাবাড়ু আর্শিয়া। গুজরাট থেকে টেলিফোনে বলে,”যে প্রস্তুতি নিয়েছি আশাকরি ভালো খেলবো। রাজ্যবাসীর আশির্বাদ চাইছি”। ওই আসরে ভালো ফলাফল করার পাশাপাশি রেটিংও বাড়িয়ে নেওয়া লক্ষ্য আর্শিয়ার।‌