নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ প্রাকৃতিক দুযর্োগ উপেক্ষা করে জগন্নাথ জিও মন্দির সহ সর্বত্রই উল্টোরথ ভক্ত প্রাণ মানুষের অংশগ্রহণের ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়৷ বৃষ্টিস্নাত উলটোরথ! আগরতলায় ঐতিহ্যের রথযাত্রা মানে জগন্নাথ জিউ মন্দিরের রথ৷ প্রতিবছরের মতো এবারও রথের আয়োজন হয় সেখানে৷ জগন্নাথ ধামে অগণিত ভক্তদের ভিড়৷ বৃষ্টি যেন বারবার সবকিছু উলটপালট করে দিচ্ছিল৷ কিন্তু বৃষ্টি বাধার কারণ নয়, বৃষ্টি মাথায় অগণিত ভক্তদের টানে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে ঘুরলেন রাজধানীর বিভিন্ন পথ৷গত কয়েক দশক ধরে এ রথযাত্রা ব্যাপক সাড়া ফেলেছে আগরতলায়৷ ২০ জুন রথযাত্রা৷ আজ নিয়ম ও রীতিনীতি মেনে হলো উলটোরথ৷ বৃষ্টি ভিলেন হলেও ভক্তজোরে সবই যেন জগন্নাথ কৃপায় মলিন হয়ে গেলো মিলনের উৎসবে৷
2023-06-28