মুর্শিদাবাদ, ২৮ জুন (হি.স.): মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত মোবারকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম কাজিরুল শেখ। জানা গিয়েছে, ইদুজ্জোহা উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকের একটি দল হুগলি থেকে পিকআপ ভ্যানে জঙ্গিপুরের দিকে ফিরছিল।
মোবারকপুরে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে পিক-আপ ভ্যানটির ধাক্কা লাগলে বেশ কয়েকজন জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাজিরুল শেখের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বহরমপুরে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।