সি-ডিভিশন : সাই এসটিসি-কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ওরিয়েন্টাল ক্লাবের

ওরিয়েন্টাল: ৩ (বিতেন্দ্র, প্রনয়ন, প্রশান্ত)

সাই এসটিসি: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। মরশুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ওরিয়েন্টাল ফুটবল ক্লাব। ‌ প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে ড্র-এর পর তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। গ্রুপ লীগের পরবর্তী দুটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে হয়তো মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারে। তবে এর জন্য অবশ্যই পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর রাখতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবলের গ্রুপ‌ এ-র খেলায় ওরিয়েন্টাল ফুটবল ক্লাব ৩-০ গোলের ব্যবধানে সাই এসটিসি-কে পরাজিত করেছে। ‌ বিজিত সাই এসটিসি-র পক্ষে এটি চলতি গ্রুপ লিগ ফুটবলে প্রথম পরাজয়। পর পর দুটি ম্যাচে ইকফাই ও জম্পুইজলা-র সঙ্গে ড্র-এর পর আজ, বুধবার ওরিয়েন্টাল -এর কাছে হেরে সাই এসটিসি-কে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলের খেলা আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগুলে ৩৫ মিনিটের মাথায় বিতেন্দ্র রিয়াং এর গোলে ওরিয়েন্টাল ফুটবল ক্লাব ১-০তে এগিয়ে যায়। প্রথমার্ধে ওরিয়েন্টাল বীতেন্দ্রর গোলেই লিড পায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুদলের খেলোয়াররা গোলের সন্ধানে যথেষ্ট চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫৭ ও ৬৮ মিনিটের মাথায় ওরিয়েন্টাল ফুটবল ক্লাবের প্রণয়ন দত্ত ও প্রশান্ত নোয়াতিয়া পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-০ করে নেয়। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়রা ক্রমশ চেষ্টা করে গেলেও চতুর্থ গোলের সন্ধান কেউ দিতে পারেনি। তবে খেলার দুই অর্থে বিজিত সাই এস টি সি-র মাটম জমাতিয়া ও শান্তু জমাতিয়াকে রেফারী হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, শিবজ্যোতি চক্রবর্তী, চিরঞ্জিত দেববর্মা ও হরি শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *