দিনহাটা, ২৭ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোট ঘিরে অশান্ত কোচবিহারের দিনহাটা । তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ। ঘটনায় ৬ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে ১ জন তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৬ জন। জখমদের মধ্যে ৪ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, বাকি ২ জনকে এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, এলাকাটি একেবারে প্রান্তিক, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সেখানে জলপথেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গুলির ঘটনার জেরে থমথমে এলাকা। সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
2023-06-27